নেত্রকোনার দুর্গাপুরে বিষপানে সন্তোষ দেবনাথ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার তেলুঞ্জিয়া গ্রামের মৃত হৃদয় দেবনাথের ছেলে।
রোববার (১৮ই-মে) রাত সাড়ে ৮-টার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, তিনি অনেক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭-টার দিকে নিজ বসতঘরে বিষপান করেন বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দেবনাথ। ঘটনা টের পেয়ে তার স্ত্রী পুষ্প দেবনাথ (৫৫) চিৎকার করতে থাকেন। পরে বাড়ির অন্যান্য লোকজন এসে সন্তোষকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮-টার দিকে তিনি মারা যান।
ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং সেখানে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মৃতের মরদেহ সোমবার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আজকের বিডি নিউজ২৪/ জাকারিয়া /
আপনার মতামত লিখুন :