এবার ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ জামায়াতের নারী নেত্রীদের সঙ্গে


আজকের বিডি নিউজ২৪ প্রকাশের সময় : মে ১৯, ২০২৫,

নিউজ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (১৯শে-মে) ঢাকার ব্রিটিশ হাইক‌মিশনের ভেরিফায়েড ফেসবু‌ক পেজে দেওয়া এক পোস্টে এ তথ‌্য জা‌নানো হয়।

পো‌স্টে বলা হ‌য়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর নারী শাখার নেত্রীদের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। এসময় জামায়াতে ইসলামীর নারীদের সম্পৃক্ততা এবং নীতি সম্পর্কিত বিষয়গুলো নি‌য়ে অর্থবহ আলোচনা হ‌য়ে‌ছে, যা দল‌টির নারী সদস্যদের কাছে অত‌্যন্ত গুরুত্বপূর্ণ।

আজকের বিডি নিউজ২৪/ জাকারিয়া /