ভারত দেশটির স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর-ডিজিএফটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এটা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়।
তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এ বিধিনিষেধ কার্যকর হবে না। এদিকে স্থলবন্দর ব্যবহারে ভারত বিধিনিষেধ আরোপ করলেও দেশটির নাভা শেভা এবং কলকাতা সমুদ্রবন্দর দিয়ে পণ্য পরিবহনে বাধা নেই বাংলাদেশের।
ডিজিএফটি-র বিবৃতিতে বলা হয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ১১-টি স্থল সীমান্ত চেকপোস্টের মাধ্যমে পোশাক, প্লাস্টিক পণ্য, কাঠের আসবাব, ফলের স্বাদযুক্ত ও কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য এবং তুলা ও তুলার বর্জ্যসহ বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি করা যাবে না।
তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাছ, এলপিজি, ভোজ্যতেল এবং চূর্ণ পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এই বিধিনিষেধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
আজকের বিডি নিউজ২৪/ জাকারিয়া /
আপনার মতামত লিখুন :