এবার ছাত্রদল কমিটি দিল মহিলা মাদ্রাসায়


আজকের বিডি নিউজ২৪ প্রকাশের সময় : মে ১৩, ২০২৫,

নিউজ ডেস্ক :

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার একটি মহিলা মাদ্রাসায় জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলার বাদুরা মহিলা মাদ্রাসা শাখার এ কমিটিতে সভাপতি করা হয়েছে কাকুলী বেগমকে। সাধারণ সম্পাদক হয়েছেন সামিয়া ইয়াসমিন মিম।

এছাড়াও সিনিয়র সহসভাপতি মিথিলা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. তামান্না আক্তার এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোছা. সাথী। পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন এবং সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পি এ কমিটি অনুমোদন করেন। আগামী ৩০-দিনের মধ্যে এ কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশও দেওয়া হয়।

কমিটি গঠনের সার্বিক প্রক্রিয়া তত্ত্বাবধান করেছেন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিয়াদ রহমান, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম এবং জুয়েল হোসেন।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিয়াদ রহমান বলেন, নারী শুধু একটি শব্দ নয়, বরং এটি সাহস, শক্তি ও সম্ভাবনার নামও। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল কিংবা উপমহাদেশের প্রথম মুসলিম কবি ও সাহিত্যিক কুমিল্লার নবাব ফয়জুন্নেসার প্রেরণাকে ধারণ করে এগিয়ে যাবে ছাত্রদলের নারী নেত্রীরা। বাদুরা মহিলা মাদ্রাসার যেসব তরুণ তুর্কিরা সংগঠনের পদায়িত হয়েছেন। আশা করবো তারা আগামীদিনে দেশ, জাতি এবং নারীদের উন্নয়নে এ অঞ্চলে নেতৃত্ব দিবে।

আজকের বিডি নিউজ২৪/ জাকারিয়া /