মডেল-অভিনেত্রী তানজিকা আমিন। কাজের ব্যস্ততার মাঝেই এ মাসে কানাডা যাচ্ছেন তিনি। সেখানে প্রবাসীদের আমন্ত্রণে ১৭ই-মে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’র অষ্টম আসরে যোগ দেবেন তিনি। এরই মধ্যে আয়োজনটি নিয়ে শুরু হয়েছে প্রচারণা।
এই ফেস্টিভ্যাল কানাডার বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ইনডোর ইভেন্ট। এবারের আয়োজনে বাংলাদেশ থেকে আরও অনেক তারকাই সেখানে উপস্থিত থাকবেন।
উৎসবটি নিয়ে তানজিকা বলেন, ‘দেশের বাইরে থেকে এমন আয়োজনে যখন আমন্ত্রণ জানানো হয়, তখন অসম্ভব ভালো লাগে। সেখানকার বাংলাদেশিদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আশা করছি এবারের সফরটি স্মরণীয় হয়ে থাকবে।
বর্তমানে তানজিকা আমিন ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আছে ওটিটির কাজের প্রস্তাবও।
সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’ শিরোনামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। যেখানে তিনি ‘নূরজাহান’ চরিত্রে অভিনয় করেছেন।
এ বছরের শুরুতে অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বসুনিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন এ অভিনেত্রী। দাম্পত্যজীবন এবং কাজ নিয়ে বছরটি ভালোভাবেই শুরু হয় তার।
আজকের বিডি নিউজ২৪/ জাকারিয়া /
আপনার মতামত লিখুন :